ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বিটিবেগুন ছাড়ের প্রক্রিয়া বন্ধের আহ্বান গণমোর্চার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৩

ঢাকা: স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বিটিবেগুন ছাড়ের প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে জিএমও বিরোধী গণমোর্চা।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের ছোট মিলনায়তনে গণমোর্চা আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।



সংগঠনের সভাপতি ড. এমএ সোবহান বলেন, বাংলাদেশের বেগুন সাধারণ মানুষের খাদ্য ও পুষ্টির অন্যতম উৎস। অন্যদিকে বিটি বেগুন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ বেগুনে পোকা বেশি আক্রমণ করে। ফলনও কম হয়। দেশীয় বেগুন থাকতে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিটি বেগুনের দরকার কি।

তিনি আরও বলেন, ফিলিপাইন ও ভারত এই বেগুন ছাড়ের প্রক্রিয়া বন্ধ করেছে। আমাদেরও তাদের অনুসরণ করা উচিত।

সম্মেলনে বক্তারা দাবি করেন, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রে (বারি) বিটি বেগুনের গবেষণা প্রতিবেদন অবিলম্বে জনসমক্ষে হাজির করা হোক, যাতে গবেষণার মান ও ফলাফল সম্পর্কে নিরপেক্ষ পর্যালোচনা করা সম্ভব হয়।

এছাড়া বিটি বেগুনের স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকির বিষয়ে অন্য দু’টি দেশের স্বাধীন, স্বাস্থ্য ও পরিবেশ বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করা হোক।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আমিনুর রসুল, সীমা দাস সিমু, জাহাঙ্গীর আলম জনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৩
এফআইএস/এটিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।