মংলা (বাগেরহাট): বাগেরহাটের মংলায় বিরল প্রজাতির একটি মৃত চিতাবাঘ উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মংলা বন্দরের আবাসিক এলাকার পাশ থেকে মৃত অবস্থায় বাঘটি উদ্ধার করা হয়।
কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মহিউদ্দিন মজুমদার বাংলানিউজকে জানান, বন্যপ্রাণী পাচারকারীরা সুন্দরবনের অভয়ারণ্য থেকে একটি বিরল প্রজাতির চিতাবাঘ শিকার চামড়া বিক্রি ও পাচারের উদ্দেশ্যে বন্দরের আবাসিক এলাকায় নিয়ে আসে।
সংবাদ পেয়ে দুপুরে কোস্টগার্ডের একটি টহল দল মংলা বন্দরের কলোনির পূর্ব দিকে ও মংলা নালার উত্তর দিকে অভিযান পরিচালনা করে। পরে কাশবনের মধ্যে একটি চটের বস্তার ভেতর থেকে মৃত চিতাবাঘটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মৃত বাঘটিকে ঢাংমারি ফরেস্ট স্টেশনে নেওয়া হয়েছে। অভিযানে কাউকে আটক করা যায়নি। তবে পাচারকারীদের ধরতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৩
এমজেড/এসআর/জেসিকে