জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চা বাগানের কথা ভেবে অবাক হবেন না। সত্যিই জাবিতে চা বাগান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে উন্নত জাতের বিটি-২ কোলন চায়ের ২৫০টি চারাও রোপণ করা হয়েছে।
সোমবার বেলা ১২টায় উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন একটি চায়ের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন।
চা বাগানের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম এ মতিন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
চায়ের বাগান উদ্বোধনের সময় উপাচার্য বলেন, এই বাগান ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে অবদান রাখবে। ভবিষ্যতে এ বাগানের পরিধি আরও বাড়ানো হবে।
এই চা বাগানের পাতা থেকে স্থানীয় পদ্ধতিতে ‘গ্রিন টি’ তৈরির পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দক্ষিণ পাশে এ চা বাগান গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ-বৈচিত্র্য ও পরিবেশ প্রকৃতিতে নতুন মাত্রা যুক্ত হলো।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই প্রথম চা বাগান গড়ে তোলা হলো।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৩
ওও/এসএটি/এএ/জেসিকে