ক্যামেরার চোখে জলের শরীরে বাসা বেঁধেছে ফুল। স্বচ্ছ জলের ফোঁটায় বাহারি কসমস যেন পেয়েছে নতুন জীবন।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ঘর হইতে দুই পা ফেলিয়া/একটি ধানের শিষের উপর/একটি শিশির বিন্দু...। রবীন্দ্রনাথের এই চরণদ্বয় কতটা সত্যি তা প্রমাণে উপরের ছবির ঘাসের ডগার এক বিন্দু জল।
বৃষ্টিস্নাত রক্তাভ ফুল আর সবুজ পাতার রসায়নে জলের ফোঁটা।
সবুজ পাতার ডগায় ঝুম বৃষ্টির পর জলের ফোঁটায় রাতের শহরের ব্যস্ত সড়ক।
হঠাৎ দেখলে মনে হয় রঙিন কাচের মার্বেল। ফটোগ্রাফারের ক্লিকে কাচস্বচ্ছ জলের ফোঁটায় লাল, সাদা, হলুদ ফুল মেলে বসেছে সৌন্দর্যের অপরূপ ডালি।
বৃষ্টির জলের ফোঁটাকে অসাধারণভাবে ক্যামেরাবন্দি করেছেন ইন্দোনেশিয়ার একজন ডাক্তার এবং শখের ফটোগ্রাফার ওয়াইরা স্বস্তিকা।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৩
এএ/জিসিপি