কলকাতা: জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের রেলপথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো একসঙ্গে ৭টি হাতির। এতে জখম হয় আরও ১৫টি হাতি।
বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ৩০ থেকে ৪০টি হাতির পাল রেল লাইন পেরোচ্ছিল। সেই সময়ই দ্রুতগামী কবিতীর্থ এক্সপ্রেসের ধাক্কায় ৭টি হাতির মৃত্যু হয়।
ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ ট্রেনের ধাক্কায় এর আগেও একাধিকবার বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। তবুও রেলের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
রেলে কাটা পড়ে হাতি মৃত্যুর ঘটনা উদ্বেগে ফেলেছে বন কর্মকর্তাদের। জঙ্গল এলাকায় ট্রেনের গতি বেঁধে দিয়েও কোনোভাবে হাতি মৃত্যুতে লাগাম পরানো যাচ্ছে না। একসঙ্গে এতগুলো হাতির মৃত্যুতে ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে।
অভিযোগ উঠেছে ট্রেনটি ঘণ্টায় ১৫০ মাইল বেগে ছুটে চলছিল। ট্রেনটি জয়পুর থেকে গৌহাটি যাচ্ছিল। পশ্চিমবঙ্গের বনমন্ত্রী হিতেন বর্মণ বলেছেন, রেলের বিরুদ্ধে এ ঘটনায় মামলা করা হবে।
তিনি আরও জানান, রিপোর্ট পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৩
এসএস/এএ/জেসিকে