ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

যা দেখবো তাই লিখবো | রহমান মাসুদ

নাফ নদীর গাঙচিল

রহমান মাসুদ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
নাফ নদীর গাঙচিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এমভি কুতুবদিয়া জাহাজ থকে: টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাট থেকে জাহাজে করে ‘নারিকেল জিঞ্জিরা’ খ্যাত প্রবাল দ্বীপ সেইন্ট মার্টিন যাচ্ছি। আমাদের পথ দেখাচ্ছে নাফ নদীর গাঙচিল।



জীবনানন্দ হতে চেয়েছিলেন সোনালী ডানার চিল। তবু তার কবিতায় নানা আঙ্গিকে আছে গাঙচিলের কথা।

আমাদের পথ দেখানো গাঙচিল কেবল পথই দেখাচ্ছে না। হাজারখানেক ভ্রমণপিপাসুর আনন্দের খোরাকও যোগাচ্ছে।

জাহাজ থেকে চিপসসহ নানা খাদ্যদ্রব্য তাদের জন্য ছুড়ে দিচ্ছেন তারা। গাঙচিল তা দক্ষ শিকারির মতো তা লুফে নিচ্ছে।

সবাই এ দৃশ্যবন্দি করছেন সেলফোন বা ট্যাবে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দমদমিয়া থেকে নারিকেল জিঞ্জিরা পর্যন্ত পুরো পথেই একই দৃশ্য।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
আরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।