শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শ্রীমঙ্গলে বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আটটি বন্যপ্রাণী অবমুক্ত করা করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) বিকেলে শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়ায় এসব প্রাণী অবমুক্ত করা হয়।
প্রাণীগুলোর মধ্যে রয়েছে- একটি লজ্জাবতী বানর, দু’টি গন্ধগোকুল, একটি মেছো বাঘ, একটি বনবিড়াল, তিনটি পাতিসরালি হাঁস।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) মিহির কুমার দো। আরও উপস্থিত ছিলেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, সহকারী বন সংরক্ষক (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) মো. তবিবুর রহমান, লাউয়াছড়া বিট কর্মকর্তা রেজাউল করিম, বন্যপ্রাণী সেবাশ্রমের পরিচালক সজল দেব প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
বিবিবি/এএটি/টিআই