ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বকশীগঞ্জে মেছোবাঘকে পিটিয়ে মারলো এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
বকশীগঞ্জে মেছোবাঘকে পিটিয়ে মারলো এলাকাবাসী ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে একটি মেছোবাঘকে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী। এ ঘটনার পর থেকে ওই এলাকার মানুষের মধ্যে বাঘ আতঙ্ক বিরাজ করছে।

এদিকে, মৃত মেছোবাঘটিকে এক নজর দেখতে ওই গ্রামে ভিড় জমাচ্ছে উৎসুক হাজারো মানুষ।

বুধবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের খান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য কালা মিয়া বাংলানিউজকে জানান, বুধবার সকালে খানপাড়া গ্রামের শাহাজল খানের বাড়ির পেছনের জঙ্গলে মেছোবাঘটি শুয়ে ছিল। বাড়ির লোকজন বাঘটি দেখে আতঙ্কে চিৎকার শুরু করলে গ্রামের প্রায় শতাধিক মানুষ একত্রিত হয়ে মেছোবাঘটিকে পিটিয়ে মেরে ফেলে।  

এ ঘটনায় ওই গ্রামসহ আশপাশের এলাকায় বাঘ আতঙ্ক বিরাজ করছে। ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত গারো পাহাড় থেকে ওই মেছোবাঘটি এসেছে বলে ধারণা করা হচ্ছে।

বন বিভাগের বালিজুড়ি রেঞ্জের রেঞ্জার তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, জনবল সঙ্কট থাকায় সব জায়গায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি, এলাকাবাসীকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

গত সপ্তাহে বকশীগঞ্জে অদ্ভূত এক প্রাণীর হামলায় প্রায় অর্ধশতাধিক শিশু কিশোর আহত হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।