ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সেই মাটির ভাড়ে বাসা বাঁধছে নানা প্রজাতির পাখি

শেখ তানজির আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
সেই মাটির ভাড়ে বাসা বাঁধছে নানা প্রজাতির পাখি ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে ঘোষিত পাখির অভয়াশ্রমের গাছগুলোতে বেঁধে দেওয়া মাটির ভাড়ে বাসা বাঁধতে শুরু করেছে পাখিরা।

ভাড় বেঁধে দেওয়ার কয়েকদিনের মধ্যে চত্বরের বিভিন্ন গাছে আসতে শুরু করে দোয়েল, শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখি।

এরইমধ্যে ভাড়ের মধ্যে খড়কুটা এনে বাস‍া বুনছে পাখিগুলো।

গত ৯ মে সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের তরুণ সদস্যদের সহযোগিতায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়াশ্রম ঘোষণা করে উপজেলা প্রশাসন।

শ্যামনগরে লবণাক্ততার প্রকোপ থাকায় গাছ-গাছালি কম। তাই প্রাণ-বৈচিত্র্য রক্ষায় উপজেলা পরিষদ চত্বরের বৃক্ষরাজিতে বেঁধে দেওয়া হয় প্রায় দুই শতাধিক মাটির ভাড়।

এখন নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সেই ভাড়গুলোকে বেছে নিচ্ছে পরিবেশের উপকারী বন্ধু পাখি।

এদিকে, গাছে বাসা বাঁধা পাখিগুলোর আবাসস্থল যেন কেউ নষ্ট না করে, সে ব্যাপারেও সবাইকে সচেতন করা হচ্ছে।
 
পাখির অভয়াশ্রম ঘোষণার মূল উদ্যোক্তা শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম বাংলানিউজকে বলেন, ইতোমধ্যে মাটির ভাড়ের প্রত্যাশিত অতিথিরা আসতে শুর করেছে। বেশ কয়েকটি গাছে বাসা বেঁধেছে।

এছাড়া উপজেলা চত্বরে পাখ-পাখালির আগমনও বেড়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।