ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মনপুরায় আরো এক হরিণ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
মনপুরায় আরো এক হরিণ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার মনপুরা উপজেলার সংরক্ষিত বন আলমনগর থেকে জোয়ারে ভেসে আসা আরো একটি হরিণ শাবক উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধবার (০৩ আগস্ট) বিকেলে জোয়ারের পানিতে ভেসে আসে হরিণটি।

এর আগে মঙ্গলবার (০২ আগস্ট) জোয়ারে ভেসে আসা একটি হরিণ শাবক উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার সাকুচিয়া ইউনিয়নে জোয়ারের পানিতে ভেসে আসে একটি হরিণ শাবক। স্থানীয়রা হরিণটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা হরিণ শাবকটি উদ্ধার করে চিকিৎসা দিয়ে বনে ছেড়ে দেয়।

মনপুরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন কল্লোল বড়ুয়া বাংলানিউজকে জানান, বর্ষা মৌসুমের সময় নদীর পানি লবণাক্ত হয়ে যায়। এ পানি পানে হরিণের ডায়রিয়া দেখা দেয়। তাই বনে পুকুর খনন করে মিঠা পানির ব্যবস্থা করতে হবে।
 
এ ব্যাপারে উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুকুমার চন্দ্র শীল জানান, জোয়ারের পানি থেকে বাঁচতে হরিণ লোকালয়ে চলে আসছে। হরিণ রক্ষায় বনে উঁচু কিল্লা নির্মাণ জরুরি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।