ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সুনামগঞ্জে আটক তক্ষক বন বিভাগে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
সুনামগঞ্জে আটক তক্ষক বন বিভাগে হস্তান্তর

সুনামগঞ্জের দোয়ারাবাজর উপজেলার বাঁশতলা এলাকা থেকে আটক তক্ষক তিনটি সদর উপজেলা বন বিভাগের ফরেস্টার এসএম নূরল হকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজর উপজেলার বাঁশতলা এলাকা থেকে আটক তক্ষক তিনটি সদর উপজেলা বন বিভাগের ফরেস্টার এসএম নূরল হকের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন তক্ষকগুলো হস্তান্তর করে।

এর আগে সোমবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে তক্ষক তিনটি আটক করে সীমান্তবর্তী বাঁশতলা ক্যাম্পের বিজিবির একটি টহল দল।

ফরেস্টার এসএম নূরল হক বাংলানিউজকে বলেন, তক্ষকগুলো বিকেলে সদর উপজেলার বিরামপুর বনে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।