ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

লাউয়াছড়ায় অবমুক্ত হলো ১৪টি বন্যপ্রাণী ও পাখি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
লাউয়াছড়ায় অবমুক্ত হলো ১৪টি বন্যপ্রাণী ও পাখি লাউয়াছড়ায় অবমুক্ত হলো ১৪টি বন্যপ্রাণী ও পাখি-ছবি: বাংলানিউজ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১৪টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বনবিভাগের যৌথ উদ্যেগে জানকিছড়া বিটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাণীগুলোর মধ্যে রয়েছে পাঁচটি তক্ষক, পাঁচটি পাতি-সরালি হাঁস, দু’টি বনবিড়ালের ছানা, একটি মেছোবাঘ ও একটি বানর।

এসময় উপস্থিত ছিলেন- লে. কর্নেল আনিসুর জামান, লে. কর্নেল নিয়ামুল কবির, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো, সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রমুখ।

বিভিন্ন সময় লোকালয়ে ধরা পড়া বন্যপ্রাণীগুলোকে উদ্ধার করে প্রয়োজনীয় সেবা ও চিকিৎসা শেষে অবমুক্ত করা হয়েছে বলে জানায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।