ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শরণখোলায় লোকালয় থেকে আরো একটি অজগর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মে ২২, ২০১৭
শরণখোলায় লোকালয় থেকে আরো একটি অজগর উদ্ধার শরণখোলায় লোকালয় থেকে আরো একটি অজগর উদ্ধার

বাগেরহাট: তিন দিনের ব্যবধানে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি গ্রাম থেকে আরো একটি এক অজগর উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ মে) সকালে চালিতাবুনিয়া গ্রামের সেলিম হাওলাদার নামে এক ব্যক্তির মুরগীর ঘর থেকে অজগরটি উদ্ধার করে বন বিভাগ।

অজগর সাপটি প্রায় ১০ ফুট লম্বা।

বিকেলে সুন্দরবনের ধানসাগর স্টেশনের ধাবড়ি এলাকায় সাপটি অবমুক্ত করা হয়েছে।

এরআগে, শুক্রবার (১৯ মে) সকালে উপজেলার খুড়িয়াখালি গ্রামের একটি বাড়ির গোয়ালঘর থেকে প্রায় ১৪ ফুল লম্বা একটি অজগর উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সকালে সেলিম হাওলাদার হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে মুরগির খোপের (ঘর) দরজা খুলে অজগরটি দেখতে পান। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে অজগরটি উদ্ধার করে সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।