ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

লাউয়াছড়ায় বিজিবি’র বৃক্ষরোপণ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, মে ৩১, ২০১৭
লাউয়াছড়ায় বিজিবি’র বৃক্ষরোপণ চারা রোপণ করেছেন সেক্টর কমান্ডার, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার : লাউয়াছড়া জাতীয় উদ্যানে বৃক্ষরোপণের সূচনা করেছে বিজিবি। মঙ্গলবার (৩০ মে) দুপুরে লাউয়াছড়ার বাগমারা ক্যাম্প সংলগ্ন রেললাইনের পার্শ্বে প্রায় পঞ্চাশটি বিভিন্ন ফল ও ফুলের চারা রোপণ করা হয়।

বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. আশরাফুল ইসলাম একটি কদম ফুলের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জোয়ানরা একে একে নানা জাতের গাছ রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার বন্যপ্রাণি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তবিবুর রহমান।

সেক্টর কমান্ডার এ প্রসঙ্গে বলেন, লাউয়াছড়ায় বিজিবি প্রায় পঁচিশ হাজার চারা লাগাবার পরিকল্পনা করেছে। এরই ধারাবাহিকতায় অংশ হিসেবে আজ কিছু চারা রোপণ করা হলো। ক্রমান্বয়ে লাউয়াছড়ায় আরো চারাগুলো রোপণ করা হবে।

লাউয়াছড়ায় চারারোপণ করার সুযোগ করে দেয়ায় সেক্টর কমান্ডার লাউয়াছড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ প্রদান করে।

বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, মে ৩১, ২০১৭
বিবিবি/বিএস


 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।