ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পানিবন্দি হওয়ার শঙ্কায় মৌলভীবাজার শহর

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, জুন ৫, ২০১৭
পানিবন্দি হওয়ার শঙ্কায় মৌলভীবাজার শহর মনু নদীর পানি প্রবেশ করছে শহরে। সোমবার সন্ধ্যায় তোলা ছবি। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: গত কয়েক দিনের টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বের মনু নদীর পানি বাড়তে শুরু করেছে। মৌলভীবাজার জেলার বেশ ক’টি আবাসিক এলাকা প্লাবিত হওয়ার পর এবার মূল শহরে পানি প্রবেশ করতে শুরু করেছে। যার ফলে দুশ্চিন্তায় পড়েছেন শহরবাসী।

সোমবার (৫ জুন) রাত ৮টা পর্যন্ত শহরের সাইফুর রহমান রোডের মনু প্রতিরক্ষা বাঁধের একাধিক জায়গায় ফাটল গড়িয়ে শহরে পানি প্রবেশ করতে দেখা গেছে। নদীর নিকটবর্তী কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে।

 

পানি উন্নয়ন বোর্ডের দাবি, পানি কমছে।  কিন্তু ভুক্তভোগীরা বলছেন, সন্ধ্যা থেকে পানি ক্রমাগত বাড়ছেই। ফলে চরম দুশ্চিতায় রয়েছেন তারা।  

সাইফুর রহমান রোডের একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিরক্ষা বাঁধের ওপর এই রোডে প্রায় শতাধিক দোকান রয়েছে। তার মধ্যে বেশিরভাগই পুরাতন স্থাপনা। যার ফলে বাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই ফাটল গড়িয়ে চুয়ে চুয়ে পানি ঢুকছে শহরে। নদীর পানি আরও বাড়তে থাকলে যেকোনো সময় বাঁধটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

খেয়াঘাট এলাকার ব্যবসায়ী মানিক লাল রায় জানান, পানি একটু একটু করে নদী থেকে রাস্তায় গড়িয়ে যাচ্ছে। আমাদের দোকানেও পানি ঢুকছে। বাঁধ ভেঙে গেলে সারা শহর ডুবে যাবে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী বাংলানিউজকে জানান, রাত ৮টা পর্যন্ত পানি ৪০ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। সাইফুর রহমান রোডের গার্ড ওয়াল পুরাতন হওয়ায় বিভিন্ন ফাঁক দিয়ে পানি ঢুকতে পারে। তবে পানি উজান এলাকায় কমতে শুরু করেছে।  

বাংলাদেশ সময়: ০৪৩৬ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
বিবিবি/এইচএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।