ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নীলফামারীতে গ্রামবাসীর সঙ্গে মিলে গেছে সেই হনুমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
নীলফামারীতে গ্রামবাসীর সঙ্গে মিলে গেছে সেই হনুমান হনুমানটিকে ঘিরে উৎসুক গ্রামবাসীর ভিড়

নীলফামারী: ভারত থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বহুদিন ধরে ঘুরতে থাকা হনুমানটি আবারও নীলফামারীর পলাশবাড়ীতে দেখা গেছে। তবে হনুমানটি আর মানুষজনকে ভয় পাচ্ছে না। স্থানীয় লোকজনও তার সঙ্গে গড়ে তুলেছে বন্ধুত্ব।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে হঠাৎ করে বনের হনুমানটির আর্বিভাব ঘটে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের পাটোয়ারীপাড়ার পশ্চিম কালিতলা নামকস্থানে।  

ধর্মীয় বিশ্বাস থেকে সনাতন ধর্মের নারী-পুরুষ-শিশুরা নিজ হাতে হনুমানটিকে দুধ, কলা, পাউরুটি ও পেয়ারা খাইয়ে দিচ্ছে।

হনুমানটিও সবার সঙ্গে স্বাভাবিকভাবে মিশে সেই খাবার খেয়ে চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, হনুমানটি গত ২৬ জানুয়ারি ভারত সীমান্ত গলে নীলফামারীর চিলাহাটির গোমনাতীতে প্রথম আশ্রয় নেয়। এরপর এটি ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ, সৈয়দপুর, কচুকাটা, চাপড়া ও দিনাজপুরের খানসামা, চিরিরবন্দর, পার্বতীপুর এলাকায় দীর্ঘ দিন ঘুরতে-ফিরতে থাকে।  

এটি দেখে কেউ করে পূজা, কেউ দেয় খাবার। তাকে ঘিরে সৃষ্টি হয় অপার কৌতূহল। নানাদিক ঘুরে ফিরে এটি এখন আশ্রয় নিয়েছে নীলফামারীর পলাশবাড়ির ওই এলাকায়।

এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে হনুমানটির নিরাপত্তা দেওয়া হচ্ছে। যেন কোন মানুষের হাতে তার ক্ষতি না হয়। বিষয়টি বনবিভাগকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।