ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নড়াচড়া করছে ‘রাজলক্ষ্মী’

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
নড়াচড়া করছে ‘রাজলক্ষ্মী’ রাতের আধারে তন্দ্রাচ্ছন্ন রাজলক্ষ্মী, ছবি- বাংলানিউজ

মৌলভীবাজার: কয়েক ঘণ্টার ব্যবধানে তুলনামূলক বেশি নড়াচড়া করছে রাজলক্ষ্মী। কলাও খেয়েছে বেশ কয়েকটা। মুখ দিয়ে খাবার খাওয়া এবং নড়াচড়ার বিষয়টিকে চিকিৎসার উন্নতি হিসেবে দেখছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।

বুধবার (১৯ জুলাই) রাত পৌনে ১২টার দিকে দেখা যায়, রাজলক্ষ্মীর নড়াচড়া বেড়েছে। লেজ, মাথা নাড়ছে।

শুঁড় (লম্বা হাত) এদিকে-ওদিক নাড়ছে।  

হাতিটির মালিক মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, আগের তুলনায় অবস্থা কিছুটা উন্নতির দিকে। ডাক্তারের পরামর্শ মতো ঘন ঘন স্যালাইন, ব্যাথানাশক ইঞ্জেকশন, অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে রাজলক্ষ্মীর নড়াচড়া বেড়েছে।

তিনি আরো বলেন, কাজল খান নামের এক সার্কাসের ঠিকাদার ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাকযোগে রাজলক্ষ্মীকে শ্রীমঙ্গল নিয়ে আসেন। পরে ট্রাক থেকে নামাতে গিয়ে আহত হয় রাজলক্ষ্মী। অবহেলায় নামাতে গিয়ে সে ডানপায়ে প্রচণ্ড আঘাত পায়।    

শ্রীমঙ্গল উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, এখন অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে আরো ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করতে হবে।

এদিকে ৪/৫ দিন ধরে একপাশে কাত হয়ে শুয়েছিল রাজলক্ষ্মী। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাতিটির পাশ ফেরানোর কথা বারবার বলে আসছিলেন। অবশেষে অপর একটি হাতি দিয়ে সন্ধ্যার আগ মুহূর্তে রাজলক্ষ্মীকে পাশ ফেরানো হয়।

হাতির এসব সেবা-শুশ্রুষার জন্য প্রতি মুহূর্তে হাজার টাকার প্রয়োজন। এরইমধ্যে বহু টাকা খরচ হয়ে গেছে। স্থানীয় প্রশাসন বা সমাজের বিত্তশালী কেউ আর্থিকভাবে সাহায্য করলে আমার বড়ই উপকার হতো বলে জানান হাতিটির মালিক মো. সিরাজুল ইসলাম।

সুস্থ হয়ে উঠবে তো ‘রাজলক্ষ্মী’?

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।