ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাথরঘাটায় ৮ কচ্ছপ অবমুক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
পাথরঘাটায় ৮ কচ্ছপ অবমুক্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় আটটি কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে।

রোববার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে পাথরঘাটা বাজারের স্বর্ণকার পট্টি থেকে ওয়াইল্ড টিমের সদস্য বাঘবন্ধু ইমাম হোসেন কচ্ছপগুলো উদ্ধার করেন। পরে শহরের কেন্দ্রীয় রাধাগোবিন্দ কালীমন্দির সংলগ্ন পুকুরে অবমুক্ত করা হয়।

ইমাম হোসেন বাংলানিউজকে বলেন, পাথরঘাটা উপজেলার হোগলাপাশার সুভাষ মিস্ত্রী তালতলী ও কলাপাড়া থেকে আটটি কচ্ছপ শিকার করে সকালে পাথরঘাটা বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। বাজারের স্বর্ণকার পট্টিতে সুভাষকে দেখে সন্দেহ হলে তল্লাশির সময় তিনি ব্যাগ রেখে পালিয়ে যান। পরে কচ্ছপগুলো পাথরঘাটা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারাসহ স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে শহরের কেন্দ্রীয় রাধাগোবিন্দ কালীমন্দির সংলগ্ন পুকুরে অবমুক্ত করে। প্রতিটি কচ্ছপের ওজন চার থেকে পাঁচ কেজি।

পাথরঘাটা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুন কর্মকার বাংলানিউজকে জানান, কচ্ছপগুলোর ম‍ূল্য প্রায় ৩০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।