ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বদরগঞ্জে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
বদরগঞ্জে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ বদরগঞ্জে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ, ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের বদরগঞ্জে জেলের জালে বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে।

রোববার (২০ আগস্ট) সকালে পৌরশহরের মুন্সিপাড়া যমুনেশ্বরি নদীতে জেলে চর্মন দাসের জালে এ প্রজাতির মাছটি আটকা পড়ে।

চর্মন দাস উপজেলার শংকরপুর মাঝি পাড়ার ললিত দাসের ছেলে।

এদিকে, খবরটি জানাজানি হলে উৎসুক জনতা মাছটিকে এক নজর দেখার জন্য সাংবাদিক শ্যামল লোহানীর বাড়িতে ভিড় জমায়। বদরগঞ্জে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ, ছবি: বাংলানিউজ

খবর পেয়ে মাছটিকে দেখতে আসা বদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিউল আলম পারভেজ বাংলানিউজকে জানান, এটি একটি ‘সাকার মাউথ ক্যাটফিস’ নামে বিরল প্রজাতির স্বাদু পানির মাছ।

মাছটির বৈজ্ঞানিক নাম ‘হাইপোসটোমাস প্লিকোসপোমাস’। এরা নদীতে পানির সবচাইতে নিচু অংশে থাকে, এ কারণে এ মাছটি সহজে ধরা পড়ে না।

তিনি মাছটিকে নদীতে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।