ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

লাউয়াছড়া পরিদর্শনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
লাউয়াছড়া পরিদর্শনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব লজ্জাবতী বানর অবমুক্ত করছেন সচিব মো. ইসতিয়াক আহমদ- ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো. ইসতিয়াক আহমদ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে লাউয়াছড়া পরিদর্শনকালে তিনি বৃক্ষরোপণসহ কয়েকটি বন্যপ্রাণী অবমুক্ত করেন।  
 
অবমুক্ত করা বন্যপ্রাণীর মধ্যে রয়েছে- লজ্জাবতী বানর (Bangal Slow Loris), অজগর সাপ (Rock Python), সবুজ বোড়া (White Lippped Pit Viper) সহ এক প্রজাতির সাপ।



এ সময় উপস্থিত ছিলেন- সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আর এস এম মুনিরুল ইসলাম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহম্মাদ মাহমুদুল হক, সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেস রঞ্জন দেব প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
বিবিবি/ জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।