ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শ্রীমঙ্গলে পাহাড় কাটলো ভাড়াউড়া চা বাগান

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
শ্রীমঙ্গলে পাহাড় কাটলো ভাড়াউড়া চা বাগান ভাড়াউড়া চা বাগানের পাহাড় কাটার অংশ/ ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই পাহাড় কেটেছে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান। গোপনে পাহাড় কেটে জানাজানি হওয়ার আগেই চা বাগান কর্তৃপক্ষ পাহাড় কাটার প্রয়োজনীয় যন্ত্রপাতি সরিয়ে নিয়েছে।

খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) রোববার (১৫ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিন বিকেলে ঘটনাস্থলে সরজমিনে গিয়ে দেয়া যায়, বিশাল আয়তনের পাহাড়টি কেটে সৌন্দর্যহানিসহ গোটা এলাকার পরিবেশ নষ্ট করা হয়েছে।

ভাড়াউড়া লেক সংলগ্ন উঁচু পাহাড়টিকে কেটে মাটির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। পাহাড়ের নিচের লাল মাটি উঠে এসেছে উপরে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৪(১) ধারা অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক যদি মনে করেন কোনো কার্যক্রম পরিবেশ বিধ্বংসী, তবে তিনি যেকোনো কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে পারবেন।  

পাহাড় কাটার স্থান পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তর থেকে একটি পরিপত্র জারি করে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া কোনোভাবেই পাহাড় কাটা যাবে না।

১৯৯২ সালের পরিবেশ নীতি ও বাস্তবায়ন কার্যক্রমের ৬(৪) ধারায় স্পষ্ট বলা আছে, ‘পাহাড়ি অঞ্চলে মাটি কেটে সমান করা, মাটি খোদাই ও অপসারণ করে কোনো এলাকার ভূমির প্রাকৃতিক অবস্থা বিনষ্ট করা, পাহাড় থেকে যথেচ্ছভাবে মাটি ও পাথর আহরণ করে এমন প্রাকৃতিক ভারসাম্যহীনতা সৃষ্টির কার্যক্রম বন্ধের ব্যবস্থা নিতে হবে।

শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশেকুল হক বাংলানিউজকে বলেন, ০১নং খাস খতিয়ানভূক্ত ৬৫নং জেএলস্থিত ভাড়াউড়া চা বাগানের অন্তর্ভুক্ত শিব মন্দিরের সন্নিকটে ১৭২১, ১৭২২ এবং ১৭১১ নং দাগে প্রায় ৩০ হাজার ঘনফুট মাটির টিলা কাটা হয়েছে।

তিনি আরও বলেন, ভাড়াউড় চা বাগান কর্তৃপক্ষ পাহাড় কাটছে এমন খবরে আমরা চলতি মাসের ৫ অক্টোবর ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুঁজে পাই। তবে কোনো লোকজনকে না পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি। পরবর্তীতে আমরা আবারও পাহাড় কাটার সত্যতা খুঁজে পাই এবং বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়কে অবহিত করি।

বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর, সিলেট এর সহকারী পরিচালক পারভেজ আহমেদ বাংলানিউজকে বলেন, আমরা রোববার দুপুরে ভাড়াউড়া বাগানে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও প্রখ্যাত বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মনিরুল খান বলেন, পাহাড় পরিবেশ রক্ষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাহাড় পরিবেশ, প্রাণী, জীববৈচিত্র্য ও পানির স্তর সংরক্ষণ করে থাকে। প্রকৃতির সুস্থতা রক্ষার স্বার্থে পাহাড় কাটা কোনোভাবেই সমীচীন নয়।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
বিবিবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।