ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নারীকে আক্রমণ করে প্রাণ হারানোর হুমকিতে সাদা হরিণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
নারীকে আক্রমণ করে প্রাণ হারানোর হুমকিতে সাদা হরিণ ছবি-সংগৃহীত

ঢাকা: নারীকে আক্রমণের জেরে প্রাণ হারাতে বসেছে সুইডেনের বিরল এক সাদা হরিণ ফার্ডিনাল্ড। হরিণটি ওই নারীকে আক্রমণের পর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সুইডেন পুলিশ।

পশ্চিম সুইডেনের ইডা অঞ্চলের এক নারী নিজের কুকুরকে নিয়ে বনের মধ্যে হাঁটতে বের হলে হরিণটি তাকে আক্রমণ করে।

জানা যায়, হরিণটিকে স্থানীয়ভাবে ফার্ডিনান্ড বলা হয়।

প্রাণীটি ওই এলাকার বেশ কিছু অধিবাসীকে আক্রমণ করেছে। তাই পুলিশ তাকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়ারও চেষ্টা চালাচ্ছে। এতে ব্যর্থ হলে তাকে গুলি করে মারা হতে পারে।

স্থানীয় পুলিশ চিফ ক্রিস্টার লুফ বলেন, প্রাণীটি গায়ে-গতরে খুবই শক্তিশালী। ওই এলাকার মানুষজন এর ভয়ে বাসা থেকে বের হতে পারছে না।

সাদা ফার্ডিনান্ডের একটি ভিডিও গত আগস্ট মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়। ন্যাশনাল জিওগ্রাফি ও ডিসকভারি চ্যানেলেও ভিডিও ফুটেজটি দেখানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।