ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বানিয়াচংয়ে মেছো বাঘ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
বানিয়াচংয়ে মেছো বাঘ আটক আটক মেছো বাঘ

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়ায় ফাঁদ পেতে একটি মেছো বাঘ ধরেছে স্থানীয়রা।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে এটি আটক করা হয়।

ওই এলাকার শিক্ষানবীস আইনজীবী দিদারুল আলম সৌরভ বাংলানিউজকে জানান, জাতুকর্ণপাড়ার শুটকি নদীর বাঁধে বেশ কয়েকটি হাঁসের খামার রয়েছে।

প্রায় প্রতিদিনই কোনো না কোনো খামার থেকে হাঁস ধরে নিয়ে যাচ্ছিলো মেছো বাঘটি। রোববার রাতে স্থানীয় আরাফাত আলী, মামুন ও শাহেদ মিয়া মিলে একটি ফাঁদ পেতে রাখেন খামারের কাছে। রাতে না এলেও সকালে মেছো বাঘটি ফাঁদে আটকা পড়ে।  

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ বাংলানিউজকে জানান, এ ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

এ ব্যাপারে হবিগঞ্জের উপ-বিভাগীয় বন কর্মকর্তা হাসানুর রহমান বাংলানিউজকে বলেন, এখন হাওরাঞ্চলের পানি কমতে শুরু করেছে। মাছ খাওয়ার উদ্দেশে হয়তো মেছো বাঘটি বনাঞ্চল থেকে সেখানে গিয়েছিল। যত দ্রুত সম্ভব আমরা মেছো বাঘটি উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করবো।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।