ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গাজীপুরে শীতকালীন বনসাই প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
গাজীপুরে শীতকালীন বনসাই প্রদর্শনী গাজীপুরে বনসাই প্রদর্শনী। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরে লিভিং আর্টের উদ্যোগে দুই দিনব্যাপী শীতকালীন বনসাই প্রদর্শনী ও ফুলেল মেলা শুরু হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ প্রভাতী প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল মাঠে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।  

প্রদর্শনীর উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর।

লিভিং আর্টের উপদেষ্টা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মো. আক্কাছ আলী, কন্ঠশিল্পি মো. আনোয়ার পারভেজ, কবির হোসেন, আহম্মদ আলী খান ও স্কুলের প্রধান শিক্ষক মো. রমজান আলী প্রমুখ।
গাজীপুরে বনসাই প্রদর্শনী।                                          ছবি: বাংলানিউজ
লিভিং আর্টের প্রতিষ্ঠাতা পরিচালক কেএম সবুজ জানান, গ্রামের মানুষকে উদ্ভদ্ধ করার জন্য ঢাকা শহরের পর এই প্রথম গ্রামে শীতকালীন বনসাই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এতে ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে।  

প্রদর্শনীতে ছোট বড় ২০০টি বনসাইয়ের মধ্যে প্রায় ৬০ প্রজাতির বনসাই ও ৩৫ প্রজাতির দুই হাজারেরও বেশি শীতকালীন ফুলের গাছ আছে। প্রদর্শনীর পাশাপাশি বিক্রিও করা হচ্ছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।