বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকেলে লাউয়াছড়া বনের জানকিছড়ায় বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তর ও বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রাণি দুইটি অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. কামরুল হোসেন ও ডা. মনিরুল এইচ খান, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, শ্রীমঙ্গল সহকারী বন সংরক্ষক (বন্যপ্রাণি) তবিবুর রহমান, বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায় প্রমুখ।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দ্যো বাংলানিউজকে বলেন, অবমুক্ত করা গন্ধগকুলটি বুধবার (০৩ জানুয়ারি) রাত ১২টার দিকে কমলগঞ্জের বালিগাও চা বাগান থেকে উদ্ধার করে বন বিভাগ এবং ৩১ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা-বাগানের গিলাছড়া এলাকায় চা-শ্রমিকদের হাতে ব্যাম্বু ট্রিনকেট স্নেকটি ধরা পড়ে। বিকেলে প্রাণি দুটিকে আনুষ্ঠানিকভাবে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এনটি