রোববার (১১ ফেব্রুয়ারি) ভোরে রোহিঙ্গা মৌলভী আনোয়ার করিমের অস্থায়ী চৌকি থেকে উদ্ধার করা হয়।
সেভ দ্যা নেচার অব বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আসাদুজামান সায়েম জানান, ভোরে বনে ফাঁদ পেতে মেছো বাঘ ও তার তিন শাবক ধরেন স্থানীয় রোহিঙ্গা মৌলভী আনোয়ার।
সন্ধ্যার দিকে বাঘ ও শাবকগুলো কক্সবাজার বন বিভাগকে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির বলেন, মেছোবাঘ ও শাবকগুলো চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
টিটি/এএ