ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সুনামগঞ্জে অ্যাম্বুলেন্সের চাপায় মারা গেলো মেছো বাঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
সুনামগঞ্জে অ্যাম্বুলেন্সের চাপায় মারা গেলো মেছো বাঘ অ্যাম্বুলেন্সের চাপায় নিহত মেছো বাঘ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় অ্যাম্বুলেন্সের চাপায় একটি মেছো বাঘ মারা গেছে।

সোমবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাগলা বাজারের সিলেট-সুনামগঞ্জ সড়কের পাগলা মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। মেছো বাঘটি দেখতে প্রায় চিতা বাঘের মতই।

স্থানীয়রা জানান, রাতে সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় চাকায় পিষ্ট হয়ে মেছো বাঘটি মারা যায়। বাঘটি অনেক বড় হওয়ার কারণে ওই এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

পাগলা এলাকার বাসিন্দা শিক্ষক ইয়াকুব শাহরিয়ার বাংলানিউজকে বলেন, রাতে আমরা বসে বাজারের একটি দোকানে চা খাচ্ছিলাম। হঠাৎ মানুষের শোরগোল শুনে এগিয়ে এসে দেখি অনেক বড় একটি মেছো বাঘ গাড়ি চাপায় মারা গেছে। তবে এটিকে অনেকই চিতা বাঘ বলছেন।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।