বেসামরিক নিরাপত্তা সংস্থার সমন্বয়কারী হেলিওদোরো দিয়াজের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য অক্সাকার সমুদ্রতীরবর্তী মৎসজীবীরা এই মৃত কচ্ছপগুলো আবিষ্কার করেন।
মেক্সিকোর কর্তৃপক্ষ জানায়, অলিভ রিডলি প্রজাতির এই সামুদ্রিক কচ্ছপগুলো বিলুপ্তের ঝুঁকিতে রয়েছে।
জানা যায়, বিশ্বের সাত প্রজাতির সামুদ্রিক কচ্ছপের ছয়টিই মেক্সিকো অঞ্চলে বসবাস করে। সরীসৃপটি সংরক্ষণের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সেখানে কচ্ছপ হত্যা শাস্তিযোগ্য অপরাধ। দেশটির পরিবেশ সংরক্ষণ বিষয়ক আইনজীবীদের কার্যালয় থেকে জানানো হয়, মৃত কচ্ছপ পাওয়ার বিষয়টি তারা তদন্ত করে দেখবেন।
গত মাসে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শিয়াপাস অঙ্গরাজ্যের সৈকতে ১২৩টি মৃত কচ্ছপ ভেসে আসার খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম যার অধিকাংশই বিপন্ন প্রজাতির। মাছ ধরার হুক ও ক্ষতিকর জলজ উদ্ভিদের কারণে এদের মৃত্যু হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও অজানা।
সামুদ্রিক কচ্ছপ ধরার উপর ১৯৯০ সালে নিষেধাজ্ঞা আরোপ করে মেক্সিকো। তবে লাভজনক হওয়ায় কচ্ছপের ডিমের জন্য বিভিন্ন স্থানে গড়ে উঠেছে কালোবাজার।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এনএইচটি