সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকা থেকে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া যেতে সড়কের দুই পাশে রয়েছে বিশাল শালবন। এরমধ্যে বদনীভাঙ্গা এলাকায় কেটে ফেলা হয়েছে বনের বহু গাছ।
উজাড় করা কিছু জমিতে আকাশি গাছের চারা রোপণ করা হয়েছে। পাশের আরেকটি জায়গা থেকে মাটি কেটে সিরামিক কারখানায় বিক্রি করা হচ্ছে। বনের খালি জমি ভূমিহীনদের ইজারা দেওয়ার নিয়ম থাকলেও ভিট কর্মকর্তা টাকা ছাড়া কাউকে জমি ইজারা দেন না। তাকে দিতে হয় মোটা অংকের টাকা।
নাম না বলার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, বনের খালি জমি ভূমিহীনদের ইজারা দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু সেই জমি অর্থের বিনিময়ে প্রভাবশালীদের ইজারা দেওয়া হচ্ছে। একটি প্লট ইজারা পেতে বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে দিতে হয় ২০ থেকে ৫০ হাজার টাকা। টাকা ছাড়া কেউই জমি পায় না। এছাড়া ভিট কর্মকর্তা টাকার লোভে বন থেকে শতশত শাল গাছ কেটে বিক্রি করে দিচ্ছেন।
প্রভাবশালী রুবেল হোসেন বলেন, বনের জমি ইজারা দিতে তিনি ভিট কর্মকর্তার সঙ্গে কোনো কাজে জড়িত না। তিনি মাওনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তিনি জমি থেকে মাটি কেটেছেন ঠিকই। কিন্তু সেই জমি বন বিভাগের না, তিনি কিনে নিয়েছে। এ ব্যাপারে ভিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আমি বন পাহারা দেই। যাতে কেউ শাল গাছ কেটে বা নষ্ট করতে না পারে। বনের জমি ইজারা দিতে কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না। এছাড়া বন থেকে শাল গাছ কাটার বিষয়ে আমরা কিছু জানি না। আমার বিরুদ্ধে এলাকাবাসীর সব অভিযোগ মিথ্যা।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
আরএস/এনএইচটি