বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ঢাকাস্থ ইইউ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসিয়ে টিয়েরিঙ্কের নেতৃত্বে হাতিরঝিল লেকের প্লাস্টিক পণ্য কুড়ানো হয়।
প্লাস্টিক পণ্যের দূষণ প্রতিরোধে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। সে অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন প্লাস্টিক পণ্যের বিষয়ে নিরুৎসাহিত করে আসছে। এ লক্ষ্যে হাতিরঝিলের প্লাস্টিক পণ্য কুড়িয়ে সচেতনতা আনতে এ কর্মসূচি পালন করেছে ইইউ প্রতিনিধি দল।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
টিআর/ওএইচ/