শনিবার (২০ অক্টোবর) দুপুরে অজগর সাপটিকে উদ্ধার করে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয়। এখন সাপটি স্বাভাবিক অবস্থায় রয়েছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ইছবপুর এলাকায় হঠাৎ একটি অজগর সাপ দেখতে পেয়ে লোকজন জড়ো হয় সাপটিকে মারার জন্য। পরে ঘটনাস্থল থেকে পশ্চিম ভাড়াউড়ার জনৈক হান্নান নামে একজন আমাকে খবর দিলে আমি গিয়ে প্রাপ্তবয়স্ক এ অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি।
প্রশান্ত দেবের বাড়িতে পাওয়া সাপটি ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের বলেও জানান তিনি।
প্রয়োজনীয় খাবার দিয়ে কিছুদিন পর্যবেক্ষণে রেখে তারপর সাপটিকে পুনরায় বনে ফিরিয়ে দেওয়া হবে বলে জানান সজল দেব।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
বিবিবি/এএ