ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শায়েস্তাগঞ্জে পিটিয়ে মারা হলো গোখরাকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
শায়েস্তাগঞ্জে পিটিয়ে মারা হলো গোখরাকে পিটিয়ে মেরে ফেলা গোখরাটি। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় একটি গোখরা সাপকে পিটিয়ে মারলেন বাড়ির মালিক। 

শনিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সুরাবই গয়েবপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

গয়েবপুর গ্রামের দুলন মিয়া বাংলানিউজকে বলেন, ওই গ্রামের আব্দুল্লাহ মিয়ার বাড়ির আঙ্গিনায় প্রায়ই একটি গোখরা সাপ দেখা যেতো।

শনিবার সাপটি তার ঘরে প্রবেশ করলে তিনি লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলেন। সাপটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট।

হবিগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মো. ইসহাক বাংলানিউজকে বলেন, গোখরাটিকে মেরে ফেলা উচিত হয়নি। এটিকে দেখার পর বন বিভাগে খবর দিলে তারা এসে সাপটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করতে পারতেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।