ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

উড়িষ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরলো ৭ হাতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
উড়িষ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরলো ৭ হাতি ২ হাতির মরদেহ, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের উড়িষ্যা রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতটি হাতি মারা গেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

শুক্রবার (২৬ অক্টোবর) রাতে রাজ্যের ঢেঙ্কানল জেলায় এ ট্র্যাজেডির সৃষ্টি হয়। আর হাতির ওপর দিয়ে বয়ে যাওয়া হিসেবে এ দৈব ঘটনাটি উড়িষ্যায় সবচেয়ে বড় বলে উল্লেখ করা হয়।

সংবাদমাধ্যম বলছে, বনের আশপাশের গ্রামে চলাচল করছিল ১৩টি হাতি। হঠাৎ পড়ে থাকা ১১ কেভি ভোল্টেজের বৈদ্যুতিক তারের মধ্যে লেগে যায় সাতটি হাতি। এতে এদের মৃত্যু হয়। আর বাকি ছয় হাতি নিরাপদে বেঁচে ফিরে।

বনের সহকারী তত্ত্বাবধায়ক জিতেন্দ্রনাথ দাস জানিয়েছেন, যে এলাকায় হাতিগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, সেখানে নির্মাণ কাজ চলছে। দেশের রেলওয়ের ক্রসিং তৈরি করা হচ্ছিলো এলাকাটিতে। আর শুক্রবার রাতে সেখানে বৈদ্যুতিক তার পড়ে ছিল। যাতে লেগে যায় সাতটি হাতি।

শনিবার (২৭ অক্টোবর) সকালে প্রথমে ওই এলাকায় হাতিগুলোর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বন বিভাগকে বিষয়টি জানায়।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।