ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মান্দায় ‘বনগরু’ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
মান্দায় ‘বনগরু’ উদ্ধার গরুর মতো দেখতে এ প্রাণীটি উদ্ধার করা হয়েছে। ছবি-বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার জোত বাজার এলাকা থেকে গরু সদৃশ একটি বন্যপ্রাণী উদ্ধার করেছেন স্থানীয় জনগণ। 

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে উদ্ধার করা প্রাণীটি বনগরু (গয়াল) হতে পারে বলে ধারণা করছেন তারা।

স্থানীয়রা জানান, সকালে জোত বাজার এলাকায় প্রাণীটিকে ছোটাছুটি করতে দেখে গ্রামের শতাধিক লোক ধাওয়া করে সেটি আটক করেন।

পরে সেটি বেঁধে রেখে মান্দা থানায় ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দেন তারা।  

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে প্রাণিটি উদ্ধার করতে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারের পর সেটি প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। তখন প্রাণীটির সঠিক নাম জানা যাবে।

স্থানীয়দের দাবি, এ ধরনের প্রাণী এর আগে বরেন্দ্র অঞ্চলে কখনও দেখা যায়নি। পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এটি কোথা থেকে বা কীভাবে এখানে এলো তাও তদন্ত করে দেখতে হবে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।