ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

যুগলবন্দি সবুজ টিয়া

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
যুগলবন্দি সবুজ টিয়া যুগল সবুজ টিয়া, ছবি- বাবু মল্লিক

মৌলভীবাজার: শস্য-শ্যামল বাংলাদেশের অপূর্ব প্রাকৃতিক বন্ধুর নাম ‘পাখি’। পাখিরা উড়ন্ত দূরন্ত সৌন্দর্য। পাখিরা প্রাকৃতিক ঔদার্যের পরশ দিয়ে রয়েছে আমাদের সবুজ নিসর্গের সবখানে। তারাও সংগ্রামমুখর জীবনের আকাশে ডানা মেলে ধরে প্রতিনিয়তই।

টিকে থাকার দারুণ ব্যস্ততায় তারা রয়েছে ছুটাছুটিতে। এই চলমান জীবনপ্রণালির মধ্যে পাখিদেরও রয়েছে রাগ, ঘৃণা, আক্রমণ কিংবা মমতা, প্রেম-ভালোবাসা।

তখন স্পর্শকর যুগলসৌন্দর্যে মুখরিত হয় তারা।  

মানুষের তৈরি বিশ্ব ভালোবাসা দিবসের মধ্যে আটকে নেই পাখিদের এই ভালোবাসা। প্রকৃতিতে তারা যখন-তখন যুগলবন্দিতে স্পর্শাকুল হয়। জন্ম-জন্মান্তরের স্বার্থকতা খুঁজে নেন নিজেদের মধ্যে। কারো কারো চলে বছরজুড়ে প্রজননের জন্য মিলিত আহ্বান। যুগল সবুজ টিয়া, ছবি- বাবু মল্লিকতারা ওভাবেই প্রতিদিনের ভালাবাসায় রাঙা। ডালে-ডালে পাতায়-পাতায় সেই ভালোবাসা স্বাক্ষর। কিংবা উড়ন্ত যুগল ডানা আকাশের বুকে মেলে ধরে সেই প্রাত্যহিক ভালোবাসার টানেই।

পাখিদের রয়েছে বৈচিত্র্যময় জীবন। কোনো কোনো প্রজাতির পাখি সারাজীবন একে অপরের হয়েই থাকে। আবার কোনো কোনো প্রজাতির পাখি শুধু তাদের প্রজনন মৌসুমে শারীরিক আকর্ষণ মেটাতে সুযোগ্য সঙ্গী খুঁজে ফেরে। তারপর তার সঙ্গে মিলিত হয়ে ডিম দিয়ে ছানা ফুটায়। এভাবে বিচিত্র জীবনধারার অধিবাসী পাখিরা।

বাংলাদেশে সচরাচর দেখা মেলে প্রায় ৫০৬ প্রজাতির পাখি। এছাড়ায় দেড়শ’ প্রজাতির পাখি রয়েছে অনিয়মিত, আগন্তুক এবং অতি-বিরল তালিকায়।

পাখি গবেষক ও লেখক অধ্যাপক আ ন ম আমিনুর রহমান বাংলানিউজকে বলেন, মানুষের তৈরি ভালোবাসার মধ্য আটকে নেই পাখিদের ভালোবাসা। কিছু কিছু পাখি সারাবছরই মিলিত হয়। তবে বেশিরভাগ পাখির প্রজনন মৌসুম গ্রীষ্ম এবং বর্ষাকাল। তখন তারা একে অপরের সঙ্গে মিলিত হয়ে প্রকৃতিতে তাদের পরবর্তী প্রজন্ম সৃষ্টি করে। বিভিন্ন প্রজাতির পাখি সারাজীবনের জন্য একসঙ্গে থাকে।

কিছু কিছু পাখি আছে যারা প্রতি মৌসুমে তাদের প্রয়োজনের তাগিদে সঙ্গী নির্বাচন করে। আবার কোনো কোনো পাখি জোড়া বদল করে নতুন জোড়া সৃষ্টি করে। এভাবে বিভিন্ন প্রজাতির পাখিদের বিভিন্ন ধরনের প্রজনন ভালোবাসা রয়েছে বলেও জানান অধ্যাপক আ ন ম আমিনুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।