ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নাটোরে বিপন্ন প্রজাতির ‘মেছো বিড়াল’ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
নাটোরে বিপন্ন প্রজাতির ‘মেছো বিড়াল’ উদ্ধার

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার নশরৎপুর গ্রাম থেকে বিপন্ন প্রজাতির একটি মেছো বিড়াল (Fishing Cat) উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি গ্রামবাসীর কাছ থেকে প্রাণীটি উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নশরৎপুর গ্রামে চান শাহের পুকুর পাড়ে আলামিন ও মুন্না নামে দুই যুবক কাজ করতে গিয়ে দু’টি ‘মেছো বিড়াল’ দেখতে পান।

এসময় একটি পালিয়ে গেলেও অন্যটি আটক করেন তারা।

পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে ইউএনও সাকিব আল রাব্বি ঘটনাস্থলে এসে গ্রামবাসীর কাছ থেকে প্রাণী উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

রাজশাহী বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গির কবির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিপন্ন প্রজাতির এ মেছো বিড়ালটিকে আটকের সময় এ প্রাণীটি কিছুটা আহত হয়ে পড়ে। প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা-শুশ্রূষার পর বনে ছেড়ে দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।