ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নাগেশ্বরীতে বিলুপ্তপ্রায় বনরুই উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, মে ২৪, ২০১৯
নাগেশ্বরীতে বিলুপ্তপ্রায় বনরুই উদ্ধার উদ্ধার হওয়া বনরুই

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিম বাজার এলাকার ছনবান্দা গ্রামের আব্দুর রশীদের বাড়ি থেকে বিলুপ্তপ্রায় একটি বনরুই উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ মে) দুপুরে বনরুইটি উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রতারক চক্র বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ভারতের আসাম রাজ্য থেকে নিয়ে আসে।

পরে ওই চক্রের সদস্য কচাকাটা কাশিমবাজার ছনবান্দা গ্রামের মৃত মনছের আলীর ছেলে আব্দুর রশিদের বাড়িতে বস্তাবন্দি করে বনরুইটি লুকিয়ে রাখে।  

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ মে) রাতে স্থানীয় ইউপি সদস্য রাজু আহম্মেদের উপস্থিতে প্রাণীটিকে উদ্ধার করে কচাকাটা থানায় নিয়ে আসে এবং শুক্রবার বন বিভাগের কাছে হস্তান্তর করে।

বলদিয়া ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য রাজু আহম্মেদ বাংলানিউজকে জানান, স্থানীয় একটি চক্র ভারতের আসাম রাজ্য থেকে প্রাণীটি নিয়ে এসে বিক্রির উদ্দেশে আব্দুর রশিদের বাড়িতে রাখে। তবে রশিদ তাকে জানিয়েছে ছেলের রোগের ওষুধ তৈরিতে বনরুইটি তিনি আনিয়েছেন।  

নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক খলিল বাংলানিউজকে জানান, বনরুইটি উদ্ধার করে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাগেশ্বরী উপজেলা বন কর্মকর্তা সাদিকুর রহমান শাহীন বাংলানিউজকে জানান, এরইমধ্যে বনরুইটি রংপুর বিভাগীয় বন কর্মকর্তার অফিসে পাঠানো হয়েছে। প্রাণীটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মে ২৪, ২০১৯
এফইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।