ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

চলনবিলে ৮টি পাখি অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
চলনবিলে ৮টি পাখি অবমুক্ত

নাটোর: নাটোরের চলনবিলের ভাগনাগরকান্দি গ্রাম থেকে ছয়টি বালিহাঁসের ছানাসহ ৮টি পাখি উদ্ধার করার পর তা অবমুক্ত করা হয়েছে। 

রোববার (০৭ জুলাই) সকালে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা ওই গ্রামে গিয়ে শিকারিদের কাছ থেকে পাখিগুলো উদ্ধার করার পর তা অবমুক্ত করে।

এসময় উপস্থিত ছিলেন- সিংড়া উপজেলা বন কর্মকর্তা মাহবুব হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশকর্মী খান মো. শারফুল ইসলাম খোকন, আবু বকর সিদ্দিক, আরিফ হোসেন বিপ্লব প্রমুখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, বর্ষার শুরুতে ও শেষে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখিদের আগমন সবারই দৃষ্টি আকর্ষণ করে। এই সুযোগে শিকারিরা ফাঁদ পেতে এসব পাখি শিকার করছেন। আর এই পরিযায়ী পাখিসহ চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে যাচ্ছে স্থানীয় কিছু পরিবেশবাদী সংগঠন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।