ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পটুয়াখালীতে খাবারের সন্ধানে লোকালয়ে মেছোবাঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
পটুয়াখালীতে খাবারের সন্ধানে লোকালয়ে মেছোবাঘ মেছোবাঘ। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জের পাখিমারা বাজার এলাকা থেকে একটি মেছোবাঘকে আটক করেছে স্থানীয়রা।

সোমবার (৫ আগস্ট) দুপুরে ক্ষুধার্ত মেছোবাঘটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এলে তাকে পিটিয়ে আহত করে বেঁধে রাখে। পরে এক যুবক স্থানীয়দের কাছ থেকে মেছোবাঘ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

বন বিভাগের কলাপাড়ার বিট কর্মকর্তা নজরুল ইসলাম জানান, স্থানীয়ভাবে এটি বাঘডাস কিংবা খাটাশ নামে পরিচিত। দিন দিন এসব প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। মেছোবাঘটি নিশানবাড়িয়া সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে।

বিলুপ্ত এসব প্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে আসলে তাদের না মেরে বনবিভাগ কর্তৃপক্ষকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।