ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত হলো ৬৫১টি তোতা-মুনিয়া-ঘুঘু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত হলো ৬৫১টি তোতা-মুনিয়া-ঘুঘু অবমুক্ত করা হচ্ছে উদ্ধার পাখিগুলো

ঢাকা: সাভার থেকে তিন প্রজাতির ৬৫১টি পাখি উদ্ধার করে রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেনে উদ্ধার করা পাখিগুলোকে অবমুক্ত করা হয়।  

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার রাত থেকে সাভারে অভিযান পরিচালনা করে ভোর পর্যন্ত এ পাখিগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা পাখির মধ্যে রয়েছে তোতা ৪২০টি, মুনিয়া ২১০টি ও ২১টি ঘুঘু।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক এ বিষয়ে বাংলানিউজকে বলেন, রাত ২টা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ইটখোলা, বাইপাইল, জিরাবো এলাকায় অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। যাত্রীবাহী বাসের ছাদে করে পাখিগুলো আনা হচ্ছিল। পাখি উদ্ধার করা সম্ভব হলেও কাউকে আটক করা যায়নি। আমরা
তদন্ত করে দেখবো কারা এর সঙ্গে জড়িত। কী উদ্দেশ্যে পাখিগুলো আনা হচ্ছিল ঢাকায়।

বাংলাদেশের সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।