ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

চিরিরবন্দরে উদ্ধার টাইগার স্নেক বনবিভাগে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
চিরিরবন্দরে উদ্ধার টাইগার স্নেক বনবিভাগে হস্তান্তর উদ্ধার করা সাপটি বাক্সবন্দি করা হচ্ছে। ছবি: কবাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর থেকে উদ্ধার করা সাপটিকে (টাইগার স্নেক) বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) দুপুর ২টায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম রব্বানীর উপস্থিতিতে সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।  

বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম জানান, রোববার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে সাপটি ধরা হয়।

এটির ওজন দেড় কেজির একটু বেশি। সাপটির আভিধানিক নাম শঙ্খিনী, দিনাজপুরের আঞ্চলিক নাম চাকাতি সাপ, ইংরেজিতে এ সাপের নাম টাইগার স্নেক।  

রাত পৌনে ১০টার দিকে স্কুলের পাশে সাপটি দেখতে পেয়ে স্কুলের অফিস সহায়ক আমিনুল ইসলাম একজনকে সঙ্গে নিয়ে সেটি ধরে ফেলেন। বেশ কয়েক বছর ধরে সাপ ধরার অভ্যাস থাকায় এতে তার কোনো সমস্যা হয়নি।  

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। তিনি বনবিভাগের কাছে দেওয়ার পরামর্শ দিলে বাক্সবন্দি করে সাপটি বনবিভাগে হস্তান্তর করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।