ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শিশু টার্টেলের পেটে মিললো ১০৪ প্লাস্টিকের টুকরো!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
শিশু টার্টেলের পেটে মিললো ১০৪ প্লাস্টিকের টুকরো! ১০৪টি প্লাস্টিকের টুকরো ও মৃত টার্টেল।

ঢাকা: সাগরের পানিতে সাঁতার কাটার সময় সৈকতে শিশুসহ নানা বয়সী ভ্রমণপিপাসুদের ফেলে যাওয়া প্লাস্টিকের টুকরো খেলে সামুদ্রিক একটি শিশু টার্টেলের মৃত্যু হয়েছে।

একরত্তি টার্টেলছানাটির অকালমৃত্যুর পর কারণ জানতে প্রাণীবিজ্ঞানীদের সন্দেহ হয়। পরে ময়নাতদন্ত করে প্রাণীটির পাকস্থলী থেকে বের করা হয় ১০৪টি প্লাস্টিকের টুকরো!

মঙ্গলবার (৯ অক্টোবর) সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।

সিএনএন জানায়, মৃত্যুর পর ছানাটির দেহ ও প্লাস্টিকের টুকরোগুলোর ছবি গুম্বো লিম্বো নেচার সেন্টার কর্তৃপক্ষ ফেসবুকে আপলোড করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

সেন্টারের কচ্ছপ পুনর্বাসন বিভাগের কর্মী এমিলি মিরোওস্কি বলেন, সম্প্রতি আমেরিকার ফ্লোরিডা স্টেটের বোকা র‌্যাটন বন্দরে গুম্বো লিম্বো নেচার সেন্টারের কর্মীরা ভেসে আসা এই টার্টেলটিকে উদ্ধার করেন। পরে ওই কেন্দ্রের সামুদ্রিক কচ্ছপ পুনর্বাসন বিষয়ের সহকারী এমিলি মিরোভস্কি পরীক্ষা করেন প্রাণীটিকে।

এদিকে দিন দিন প্লাস্টিকের ব্যবহার ও যত্রতত্র আবর্জনা ফেলার বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন নেটিজেনরা।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।