ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

উল্লাপাড়ায় উদ্ধার মেছোবাঘ জঙ্গলে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
উল্লাপাড়ায় উদ্ধার মেছোবাঘ জঙ্গলে অবমুক্ত মেছোবাঘ। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি আহত মেছোবাঘ উদ্ধারের পর জঙ্গলে অবমুক্ত করেছে বনবিভাগ। 

সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চর নেওরগাছা এলাকা থেকে বিলুপ্তপ্রায় এ প্রাণীটি উদ্ধার করা হয়। দুপুরের দিকে এটিকে ঘোষগাঁতী এলাকায় ফুলজোড় নদীর তীরের একটি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

 

উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয় বলেন, সকালে নেওরগাছা এলাকায় মেছোবাঘটিকে আটক করে পিটিয়ে আহত করে স্থানীয়রা।  

খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মেছোবাঘটি উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোরশেদ আলমের কার্যালয়ে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করি। পরে উপজেলা বন কর্মকর্তার উপস্থিতিতে মেছোবাঘটিকে নদী তীরের জঙ্গলে অবমুক্ত করা হয়।

উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এই প্রাণীটি বর্তমানে বিলুপ্তির পথে। এরা সাধারণত নদী বা জলাশয় অধ্যুষিত জঙ্গলে বাস করে। এ কারণে উদ্ধার হওয়া মেছোবাঘটিকে ঘোষগাঁতী এলাকায় ফুলজোড় নদীর তীরের একটি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।