ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ফকিরহাটে ভৈরব নদীর চর থেকে হরিণ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ফকিরহাটে ভৈরব নদীর চর থেকে হরিণ উদ্ধার উদ্ধার করা হরিণ। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন খবর দিলে থানা ভবনের পেছনে ভৈরব নদীর চর থেকে হরিণটি উদ্ধার করা হয়।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ একটি হরিণ উদ্ধার করেছে। হরিণটি সদর উপজেলার বিনোদন কেন্দ্র চন্দ্রমহলের।

 

চন্দ্রমহল কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র নিয়ে এলে ফকিরহাট থানার পুলিশ হরিণটি তাদের কাছে হস্তান্তর করবে।

তিনি আরও বলেন, হরিণটির বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হয়েছে। হরিণটি সুন্দরবন থেকে আসেনি বা কেউ আনেনি বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।