ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কাপ্তাইয়ে হরিণ শাবক উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুন ২৯, ২০২০
কাপ্তাইয়ে হরিণ শাবক উদ্ধার 

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া এলাকা থেকে একটি হরিণ শাবক উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৯ জুন) দুপুরে শাবকটি উদ্ধার করা হয়।  

স্থানীয়রা জানান, গত ২৮ জুন সকালে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিউনের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজেশ দাসের বাড়িতে ছাগলের খামারে বন থেকে আসা একটি হরিণ শাবক প্রবেশ করে।

এরপর খামারের মালিক রাজেশ ওই শাবকটি আটক করে। পরে বিষয়টি স্থানীয় সচেতন কয়েকজন তরুণ জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবকটির ছবি তুলে পোস্ট দেন। পোস্টটি পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা নেচার অব বাংলাদেশের কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দীন মামুনের নজরে এলে তিনি কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছারকে অবহিত করেন। সোমবার দুপুরে জুনায়েত কাউছারসহ কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন হরিণ শাবকটি উদ্ধার করেন।  

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার বাংলানিউজকে জানান, উদ্ধার করা হরিণ শাবকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ শাবকটিকে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেছে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।