ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ঈশ্বরদীর রূপপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
ঈশ্বরদীর রূপপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি: বাংলানিউজ

পাবনা( ঈশ্বরদী): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণের অংশ হিসেবে পাকশীর রূপপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  

পাকশীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকার সব ফাঁকা জায়গায় এক হাজার বৃক্ষরোপণ করা হবে।

যার মধ্যে, ফলজ, ঔষধি, সৌন্দর্যবর্ধক বৃক্ষ রয়েছে।  

শুক্রবার (২৪ জুলাই) সকালে পাকশী ইউনিয়ন যুবলীগের আয়োজনে রূপপুর উচ্চ বিদ্যালয় মাঠে 'কদমফুল' বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা মোহাম্মদ রশীদুল্লাহ।  

বৃক্ষরোপণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম ভাদু, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজা, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, পাকশী ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মেজবুল হাসান, রেলওয়ে শ্রমিকলীগ সভাপতি ইকবাল হায়দার, পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান শিমুল।   

শ্রমিকলীগ নেতা মোহাম্মদ রশীদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কোনো জায়গা অযথা ফাঁকা পড়ে থাকার সুযোগ থাকবে না। সারাদেশে এক কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে রূপপুর এলাকাজুড়ে ফলজ, ঔষধি, সৌন্দর্যবর্ধক বৃক্ষের চারা লাগানো হবে।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।