ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শরণখোলায় লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
শরণখোলায় লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং ফাইল ফটো

বাগেরহাট: সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা গেছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ভোরে রাজাপুর গ্রামের ধানক্ষেত ও মাটির সড়কে বাঘের পায়ের ছাপ দেখেছেন স্থানীয় জনগণ।

পরে সবাইকে সতর্ক থাকতে মাইকিংও করা হয়েছে।

পশ্চিম রাজাপুর গ্রামের ছগির আকন বলেন, গ্রামের এমাদুল হাওলাদারের বাড়ির পাশের ধানক্ষেত ও মাটির সড়কে আমি বাঘের পায়ের ছাপ দেখেছি।  

ধানসাগর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পশ্চিম রাজাপুর গ্রামের তালুকদার হুমায়ূন করিম সুমন বলেন, বাঘের পায়ের ছাপ দেখে আমরা ধারণা করছি, বন থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার পশ্চিম রাজাপুর গ্রামে ঢুকেছে। বন থেকে গ্রামের ধানক্ষেত হয়ে রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে। এজন্য গ্রামের মসজিদ থেকে মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক বলেন, ধানক্ষেত ও মাটির সড়কে পায়ের ছাপ দেখে আমরা নিশ্চিত হয়েছি যে এলাকায় বাঘ প্রবেশ করেছিল। বনরক্ষী, ওয়াইল্ড টিম ও কমিউনিটি পেট্রোলিং টিমের সদস্যরা গ্রামের ধানক্ষেত, বিভিন্ন ঝোপঝাড় ও বাগানে তল্লাশি করেছে। কোথাও বাঘ পাওয়া যায়নি। তারপরও আমরা সবাইকে সচেতন থাকতে বলেছি। বাঘ দেখা গেলে, না মেরে বন বিভাগের কর্মকর্তাদের খবর দিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করছি, রাতের কোনো এক সময় বাঘটি লোকালয়ে এসেছিল। পরে আবার নদী পার হয়ে বনে চলে গেছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।