বাগেরহাট: সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে তিনটি কুমির খালে ছাড়া হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে বনের করমজল ও হারবাড়িয়া এলাকার খালে এ কুমির তিনটি অবমুক্ত করা হয়।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের ৯০টি কুমির অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে এ তিনটি নিয়ে মোট ছয়টি অবমুক্ত করা হলো। গত ১৫ নভেম্বর দুপুরে হাড়বাড়িয়া এলাকায়ও তিনটি কুমির ছাড়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এসআই