ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

হরিণের মাথা-মাংসসহ ৩ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
হরিণের মাথা-মাংসসহ ৩ চোরাকারবারি আটক হরিণের মাথা ও মাংসসহ আটক ব্যক্তিরা। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের মোংলা উপজেলা থেকে একটি হরিণের মাথা ও ৪৭ কেজি মাংসসহ তিন চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।  

শনিবার (৩০ জানুয়ারি) গভীর রাতে মোংলা উপজেলার দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাথা ও মাংসসহ চোরাকারবারিদের আটক করে কোস্টগার্ড সদস্যরা।

এসময় তিনটি মোবাইল ফোন, একটি হরিণের মাথা, ভুড়িসহ ৪৭ কেজি মাংস জব্দ করে কোস্টগার্ড।

আটক ব্যক্তিরা হলেন- খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের আবু সরদারের ছেলে মোনা সরদার (৩২), বাগেরহাট জেলার রামপাল উপজেলার বন্নি গ্রামের জাফর শেখের ছেলে জাহিদ শেখ (৩৮) ও মোংলা উপজেলার দক্ষিণ কানমারি গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে মো. শহিদুল (৪০)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হরিণের মাংস এবং আটক ব্যক্তিদের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।  

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার লেফটেন্যান্ট এম মাজহারুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা একটি হরিণের মাথা ও ৪৭ কেজি মাংসসহ তিন চোরাকারবারিকে আটক করেছি। সুন্দরবন ও সুন্দরবনের প্রাণিজসম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।