ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শিকারির খাঁচা থেকে উদ্ধার ৪ ডাহুক বিলে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, মে ৩, ২০২১
শিকারির খাঁচা থেকে উদ্ধার ৪ ডাহুক বিলে অবমুক্ত ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: শিকারির খাঁচা থেকে চারটি ডাহুক পাখি উদ্ধারের পর বিলে অবমুক্ত করলো সিরাজগঞ্জের শাহজাদপুরের পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউসের সদস্যরা।

রোববার (২ মে) বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা হাট থেকে পাখিগুলোকে উদ্ধার করার পর স্থানীয় বেতকান্দি বিলে তা অবমুক্ত করা হয়।

 

দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বাংলানিউজকে জানান, পোরজনা ইউনিয়নের বাশুরিয়া উজ্জল নামে এক শিকারি ফাঁদ পেতে ডাহুক পাখি ধরে হাটে-বাজারে বিক্রি করেন— এমন গোপন তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে পোরজনা হাটে অভিযান চালিয়ে খাঁচায় বন্দি ও ঠোটে টেপ দিয়ে পেঁচানো অবস্থায় চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি আগে থেকে টের পেয়ে শিকারি উজ্জল পালিয়ে যান। উদ্ধার পাখি চারটি উপজেলার বেতকান্দি বিলে অবমুক্ত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, মে ০৩, ২০২১
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।